নাজমুস সাকিব এখনাে শিক্ষার্থী। কৈশোরে হাফেজ হওয়ার পর শিক্ষাজীবনের অনেকটা কেটেছে কওমি মাদরাসার আঙিনায়। জামেয়া ইকরা বাংলাদেশ থেকে দাওরাতুল হাদিস শেষ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছেন আরবি বিভাগে। লিখতে ভালােবাসেন, পড়তে ভালোবাসেন তার চেয়েও অধিক। আরবি সাহিত্যের প্রতি ঝোঁক বেশ সুপ্রাচীন তাঁর মন ও মননে। অনুবাদের হাত-যশ বেশ সাবলীল। গুয়ান্তানামাের ডায়েরি, সুপ্রভাত ফিলিস্তিন, হারুনুর রশিদের রাজ্যে অনুবাদ করে তিনি এরই মধ্যে পাঠক-হৃদয়ে স্থায়ী আসন গড়তে সক্ষম হয়েছেন। এখন কেবল দিগ্নিজয়ের তিন পালা।
নাজমুস সাকিবের সব বই
আরও বই দেখুন
Loading...