গবেষণা ও লেখালেখির জগতে ব্যতিক্রমী ও প্রত্যয়দীপ্ত তরুণ। জন্ম ২৩ মার্চ ১৯৮৭ সনে ঢাকায়।
২০০৮ সনে জামিআ আরাবিয়া ফরিদাবাদ থেকে দাওরায়ে হাদিস (মুমতাজ) এবং ২০১০ সনে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা থেকে আত—তাখাসসুস ফি উলুমিল হাদিস (মুমতাজ) শেষ করে বর্তমানে দ্বীনের দাওয়াত ও গবেষণা—লেখালেখি কাজে সক্রিয় রয়েছেন। দাওয়াহ—গবেষণা, অনুবাদ—সংকলন, ফিকাহ ও সমকালীন প্রসঙ্গ ইত্যাদি বিষয় নিয়ে গঠিত বহুমুখী সংস্থা তাহরিকুল কলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। তাঁর রচিত ও অনূদিত বেশ কয়েকটি বই ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অদূর ভবিষ্যতে তাঁর আরও কয়েকটি বই প্রকাশের পথে। প্রচলিত ও গতানুগতিক ধারা সন্তর্পণে এড়িয়ে চলে প্রতিষ্ঠা করেছেন নিজের পরিচয়।।
Showing all 3 results
Show
12