এ বই মূলত কয়েকজন মহান সাহাবির আদর্শদীপ্ত জীবনের বিক্ষিপ্ত গল্প। লেখাগুলো তৈরি করেছিলাম করোনা মহামারির শুরুর দিকে ‘সাহাবাজীবন’ ওয়েবসাইটের জন্য। কিন্তু সবকয়টি লেখা জমা দিইনি, রেখে দিয়েছিলাম নিজের কাছে। সেগুলোকে আরেকটু ঘষামাজার পর বক্ষ্যমাণ বইয়ের রূপটি দাঁড়িয়েছে।
সাহাবিদের ঈমানদীপ্ত জীবন পড়তে বসে এ বই থেকে পাঠক যদি সামান্যতম উপকারও লাভ করেন, নবীজির সাথিবর্গের জীবনাদর্শ পাঠে তাঁরা যদি আরও উজ্জীবিত ও আগ্রহী হয়ে ওঠেন, তাহলে নিজের শ্রমকে সফল ও সার্থক মনে করব। মহান আল্লাহ আমাদের সকলের সকল নেক প্রচেষ্টা কবুল ও কামিয়াব করুন।