তামীম রায়হান একাধারে লেখক, অনুবাদক এবং সাংবাদিক। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমানে গণমাধ্যম গবেষক হিসেবে কর্মরত। উপসাগরীয় অঞ্চলে প্রকাশিত বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলাের সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণের কাতার প্রতিনিধি তামীম রায়হান। ২০১০ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে তিনি কাতারে যান এবং ২০১৫ সালে রাষ্ট্রীয় স্বর্ণপদক পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে তিনি কাতার ফাউন্ডেশনের অধীনে ধর্মতত্ত্বে স্লাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তামীম রায়হানের রচনা, অনুবাদ ও সংকলনে বেশকিছু বই ইতােমধ্যে প্রকাশিত হয়েছে। এসবের মধ্যে 'ইতিহাসের হাসি-কান্না, শাহজাদা এবং তবুও আমরা মুসলমান উল্লেখযােগ্য। বাংলাদেশে থাকাকালে ২০০৭ সাল থেকে ছােটকাগজ মাসিক নবধ্বনি'র সম্পাদনায় যুক্ত ছিলেন তিনি। ১৯৮৮ সালে ঢাকায় জন্মগ্রহণকারী এই তরুণ চার ভাই ও এক বােনের মধ্যে দ্বিতীয়। বাবা ডা. গােলাম হােসাইন পেশায় চিকিৎসক এবং মা আমেনা আফরােজ গৃহিণী।