১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের সময় সবচে দীর্ঘ লড়াই লড়েছিলেন যে নারী, তিনি হজরত মহল। বিদ্রোহের এক বছরের মধ্যে লক্ষ্ণৌ হাতছাড়া হয়ে গেলে তিনি তাঁর অনুগত সিপাহিদের নিয়ে পালিয়ে যান উত্তর ভারতে। সেখান থেকেই লক্ষ্ণৌ পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যেতে থাকেন। কিন্তু ধীরে ধীরে ইংরেজ বাহিনী কব্জা করতে থাকে উত্তর ভারতের সকল দুর্গ। তিনি আরও উত্তরে চলে যেতে থাকেন। স্বাধীনতার শেষ আলোকরশ্মিকে জীবনদান করার লক্ষ্যে পার হয়ে আসেন বরফাবৃত পাহাড়, নদী আর জঙ্গল। তবু মাথানত করেননি ইংরেজ বশ্যতার সামনে।
ভারতবর্ষের অধিকাংশ রাজা-বাদশাহ পরবর্তীতে ইংরেজদের সঙ্গে আঁতাত করে নিজেদের জীবন বাঁচিয়েছিলেন। ইংরেজদের পারিতোষিকের বিনিময়ে মাথানত করেছিলেন রানি ভিক্টোরিয়ার ক্ষমার সামনে। কিন্তু হজরত মহল একবারের জন্যও চির উন্নত শির নত করেননি। জীবনের শেষদিন পর্যন্ত লড়ে গেছেন অকুতোভয়ে।
এ গ্রন্থ সেই মহিয়সী নারীর জীবন পাঠকের সামনে উন্মোচন করবে, ইতিহাস যাঁকে বড় একটা সমাদর করেনি কখনো।