এই বই কার জন্য?
যে প্রশ্ন করতে চায়, কিন্তু ভয় পায় “অবিশ্বাসী” বলা হবে বলে। যে নিজের বিশ্বাস নিয়ে ভাবছে, “আমি ঠিক পথে আছি তো?” যে আধুনিকতা, বিজ্ঞান, স্বাধীনতা ইত্যাদি- নিয়ে দ্বন্দ্বে আছে, ইসলাম এগুলো বোঝে কি না।
এবং সেইসব পাঠক, যারা নতুন করে নিজের বিশ্বাসকে ঝাপসা দেখতে শুরু করেছে, যুক্তির প্রখরতায়; সোশ্যাল মিডিয়ার ট্র্যাপে।
কিন্তু প্রশ্ন করতে সংকোচ হয়।
এই বই পাঠকের হাতে শুধু একটি সিদ্ধান্ত তুলে দিতে চায়-অন্ধ অনুকরণ নয়, বরং জেনে-বুঝেই বিশ্বাস করুন; কিন্তু তার আগে জানুন, কোনটা অন্ধ অনুকরণ আর কোনটা বিশ্বাস! আপনি দ্বিধায় থাকুন, সন্দেহ করুন, প্রশ্ন করুন-কিন্তু দয়া করে
খোঁজ বন্ধ করবেন না। কারণ সত্যিকারের অনুসন্ধান, সব প্রশ্ন পেরিয়ে আসে।