সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে গড়া শ্রেষ্ঠ প্রজন্ম। তাঁদের জীবনে ঈমানের দৃঢ়তা, ত্যাগের মহিমা এবং খোদাভীরুতার সৌরভ এমনভাবে মিশে ছিল যে, তা যুগে যুগে উম্মাহর জন্য আলোকবর্তিকা হয়ে আছে। তাঁদের চরিত্র ছিল বিশুদ্ধতার প্রতীক, সাহস ছিল অপরাজেয়, আর ভালোবাসা ছিল নিখাদ ও নির্ভেজাল। তাঁরা ছিলেন এমন সব নক্ষত্র, যা ভ্রষ্টতার অন্ধকারে দিকহারা মুসাফিরকে পথের দিশা দেয় এবং সত্যের ওপর অটল থাকার শক্তি জোগায়।
এই গ্রন্থে সাহাবায়ে কেরামের অনুপম চরিত্রের বিচিত্র ঘটনাসমূহ সংকলিত হয়েছে। প্রতিটি কাহিনি নেওয়া হয়েছে নির্ভরযোগ্য হাদীস, সিরাহ ও তারিখের কিতাব থেকে। কিন্তু শুধুই তথ্য পরিবেশন নয়, বরং সাহিত্যের কোমল ছোঁয়া ও হৃদয়ের উষ্ণ স্পর্শ দিয়ে এগুলোকে উপস্থাপন করা হয়েছে, যেন পাঠক পড়ার সময় শ্রেষ্ঠ প্রজন্মের শ্রেষ্ঠ ইতিহাসকে চোখের সামনে জীবন্তরূপে দেখতে পান।
বইটির প্রতিটি অধ্যায় পাঠককে নিয়ে যাবে ভিন্ন ভিন্ন অনুভূতির জগতে-কখনো ত্যাগের অমর কাহিনিতে, কখনো ভ্রাতৃত্বের মহিমায়, কখনো আবার সাহস, ধৈর্য ও ইখলাসের অনুপম শিক্ষায়। কোথাও ধরা দেবে তাঁদের দাওয়াতের অদম্য প্রেরণা, কোথাও প্রতিফলিত হবে ন্যায়পরায়ণতার দৃঢ় অবস্থান, আবার কোথাও ভেসে উঠবে বিনয়, দয়া ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত। প্রতিটি ঘটনা শুধু আবেগকে নাড়া দেবে না, বরং হৃদয়কে জাগ্রত করবে এবং দিকনির্দেশনা দেবে আদর্শময় জীবনের পথচলায়।