বাংলাদেশী ছেলে নয় বছরের ছোট্ট আয়মান হোসাইন। বাবার চাকরির সুবাদে অনেক দেশ ঘোরা হয়েছে তার। হারানো মুসলিম ঐতিহ্যের সন্ধানে সে গিয়েছিল মরক্কোর কাসাব্লাংকা, ফেজ, স্পেনের গ্রানাডা, কর্ডোভা আর সেভিল শহরের নানা ঐতিহাসিক স্থানে। ছোট্ট আইমান নিজের ভাষায় সহজ ইংরেজিতে তুলে ধরেছে তার ভ্রমণকাহিনী। বইটির পাতায় দেয়া আছে আইমানের তোলা সেসব স্থানের ছবি। পাঠক পড়তে গিয়ে ঘুরে আসবেন ইসলামী সভ্যতার সেসব গৌরবময় শহরগুলোতে।
আয়মান ২০২১ সালে কুরআন হিফয করেছে। বাংলাদেশেই এখন সে পড়াশোনা করে। আরও অনেক দেশ ঘুরবে, অনেক অনেক বই লিখবে এই আশা তার।